অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ
সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ কাশিয়াবাদ স্টেশনের বন রক্ষীরা বিশেষ অভিযান চালিয়ে ৪৮ কেজি হরিণের মাংস সহ ১ জনকে আটক করেছে। আটককৃত হরিণ শিকারী হলেন কয়রা উপজেলার মহারাজপুর গ্রামের হামিদ গাজীর পুত্র দিদারুল ইসলাম (৩৫)। তবে অভিযানের বিষয়টি জানতে পেরে তার সাথে থাকা আরেক শিকারী ১নং কয়রা গ্রামের মনিরুল ইসলাম নৌকা হতে লাফ দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ২ টি নৌকা, ১১৫ কেজি মাছ ও হরিণ ধরার সরঞ্জাম জব্দ করা হয়।
জানা গেছে, ১৩ অক্টোবর সোমবার দিবাগত রাত ১১ টার দিকে ৪নং কয়রা গ্রামের শাকবাড়ীয়া নদী সংলগ্ন এলাকা হতে কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ নাসির উদ্দীনের নেতৃত্বে অভিযান চালিয়ে এই হরিণের মাংস সহ তাকে আটক করে।
খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক( এসিএফ) মোঃ শামীম রেজা মিঠু বলেন, এ ব্যাপারে ২ জনের নাম উল্লেখ করে বন্যপ্রাণী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত হরিণের মাংস ও মাছ পচনশীল হওয়ায় আদালতের অনুমতিক্রমে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়েছে। আটকৃত হরিণ শিকারীকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।
কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখঃ ১৪/১০/২৫ ইং।