কয়রা(খুলনা)প্রতিনিধিঃ
কয়রায় মিথ্যা তথ্য প্রদান করে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার ৩নং কয়রা গ্রামের মৃত নওয়াব আলী গাজীর পুত্র আব্দুল আজিজ গাজী।
২ জুলাই বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৩০ জুন সংবাদ সম্মেলনের মাধ্যমে কয়রার ৪নং কয়রা গ্রামের সুভাষ চন্দ্র সরদার আমাদের বিরুদ্ধে যে সকল অভিযােগ করেছে তা সম্পুর্ন মিথ্যা ভিত্তীহিন ও বানােয়াট। প্রকৃত ঘটনা হলাে যে ৪নং কয়রা গ্রামের কয়রা মৌজায় জনৈক নিত্যলাল সরদারর স্ত্রী মালতি রানী সরদারের কটস্টিং ডিক্রি বুনিয়াদে এবং সরকারের অর্পিত সম্পত্তি বাৎসরিক ইজারা প্রদান পূর্বক উক্ত জমি দির্ঘ ৩০/৩৫ বছর শান্তিপূর্ণ ভাবে ভােগদখল করে আসছি আমি সহ আমার গংরা। ঐ সম্পত্তি থেকে আমাদেরকে বেদখল করত সুভাষ গংরা ভুয়াকাগজপত্র তৈরি করে নানাবিধ ষড়যন্ত্র অব্যাহত রেখেছ। উক্তজমি আত্মসাত দুরভিসন্ধি সমস্ত ষড়যন্ত্র আদালতে আসায় সর্বাছ আদালত পর্যন্ত সুভাষদের কাগজপত্র অবৈধ ও জালজালিয়াতি প্রমানিত হওয়ায় সকল ¶ত্র পরাজিত হয়েছে। এই বিষয়কে কেন্দ্র করে সুভাষ সরদার গত ১৬ জুন আবুল কালাম গংরা জবরদখল করতে গেলে তাতে বাধাদিলে তাকে হত্যা ও মেরে ফলার হুমকি দিচ্ছে এমন অভিযাগ করেছে। এ ধরনের তথ্য আদৌ সত্য নয়। এমন কােন ঘটনাই ঘটেনি। আমাদেরকে হয়রানী করার উদ্দেশ্যে মিথ্যা অপপ্রচারে লিপ্ত রয়েছে সুভাষ সরদার গংরা। সংবাদ সম্মলনের মাধ্যমে প্রকৃত ঘটনাটি উৎঘাটন করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট জার দাবি জানাচ্ছি।
কয়রা(খুলনা)
তারিখঃ- ০২/০৭/২২ ইং।