অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ
কয়রা উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের এক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ অক্টোবর, বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এই সমন্বয় সভার আয়োজন করে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ আবুল ফজল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ ও উপজেলা প্রাথমিক শিক্ষা ট্রেনিং সেন্টারের ইন্সট্রাকটর জিএম লোকমান হোসেন। শিক্ষক এস এম নুরুল আমিন নাহিনের পরিচালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার ভুধর চন্দ্র সানা, মৃন্ময় কুমার মন্ডল, কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী,
প্রধান শিক্ষক মোস্তফা শহীদ সরোয়ার, কেশবলাল সরকার, কেএম নাজমা পারভীন, মোঃ কামরুজ্জামান প্রমুখ।
সভায় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।
কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখঃ ১৫/১০/২৫ ইং।