অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা,খুলনাঃ
কয়রা উপজেলা প্রশাসনের উদ্যােগে ও ওয়ার্ল্ড ভিশন নবযাত্রা প্রকল্পের সহযাগীতায় প্রাণী সম্পদের বাজার ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষে এ্যাডভােকেসি সভা ৫ জুলাই সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। নবযাত্রা প্রকল্পের খুলনা জেলা ম্যানেজার মােঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মুস্তাইন বিল্যাহ ও বাগালী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আঃ সামাদ গাজী। নবযাত্রা প্রকল্পের ইকােনমিক মার্কেট সিস্টেম স্পেশিয়ালিস্ট মােঃ মিজানুর রহমানের পরিচালনায় আলােচনা সভায় বক্তব্য রাখেন, অধ্যক্ষ অদ্রীশ আদিত্য মণ্ডল, প্রধান শিক্ষক এস এম খায়রুল আলম, সাংবাদিক মােঃ রিয়াছাদ আলী, কয়রা বাজার কমিটির সভাপতি সরদার জুলফিকার আলম, প্রাণী সম্পদ খামারী আবুল হাসান, কানিজ ফাতিমা, বিলকিস, রানী প্রমুখ।
কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখঃ- ০৫/০৭/২২ ইং।