অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ
কয়রায় শিশুদের সাথে উপজেলা প্রশাসনের মুখোমুখি সংলাপ অনুষ্ঠিত হয়।
১৮ জুন দুপুর ২ টায় পরিত্রাণ কয়রা অফিসে দাতা সহযোগী সুইডিস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি-সিডা এর অর্থায়নে ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরী সহযোগিতায় এবং পরিত্রাণ এর সার্বিক তত্ববধানে উপজেলা ন্যাশনাল টাক্স ফোর্স (এনসিটিএফ) এর সভাপতি শিউলি মুণ্ডার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ মুস্তাইন বিল্যাহ। পরিত্রাণের প্রজেক্ট অফিসার আলাউদ্দিনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারি যুব উন্নয়ন অফিসার আছাদুল হক, সহকারি পল্লী উন্নয়ন অফিসার সোহেল ইকবাল, অধ্যাপক আ.ব.ম আঃ মালেক, প্রভাষক বিদেশ রঞ্জন মৃধা, সাংবাদিক রিয়াছাদ আলী, পরিত্রাণের সিনিয়র প্রোগ্রাম অফিসার উজ্জ্বল দাস, এনসিটিএফের সদস্য নীলা মুণ্ডা, অর্প মুণ্ডা, নমিতা মুণ্ডা, শৈবল মুণ্ডা প্রমুখ।
অনুষ্ঠানে এনসিটিএফের সদস্যদের দাবির মুখে অতিথিরা কয়রায় মেয়েদের জন্য খেলার মাঠের ব্যবস্থা, যৌন হয়রানী বন্ধে কঠোর ব্যবস্থা, বিদ্যালয়ে মেয়েদের জন্য স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন তৈরী করা সহ বিভিন্ন বিষয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখঃ- ১৮/০৬/২২ ইং।