অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা,খুলনাঃ
কয়রা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বাগদা চিংড়িতে অপ্রদ্রব্য পুশ করা ১০ কেজি মাছ জব্দ করেছে। এ সময় পুশ করা জেলি উদ্ধার করা হয়। জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে কয়রা থানার এসআই হাসানুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার পায়রাতলার আইট গ্রাম এলাকা থেকে পুশ করা মাছ সহ ১ জনকে আটক করে। পরে তাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় পুশ করা বাগদা চিংড়ি বিনষ্ট করা হয়। কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএম এস দােহা বলেন, এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।
কয়রায় পুলিশের অভিযানে বিষ
দেওয়া চিংড়ি মাছ আটক
অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা,খুলনাঃ
কয়রা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সুন্দরবন থেকে বিষ প্রয়াগ করে মাছ ধরার পর তা বাজারে বিক্রি করতে যাওয়ার পথে ৬০ কেজি চিংড়ি মাছ সহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে কয়রা থানার এসআই হাসানুজ্জামান ও এএসআই শাহাজান অভিযান চালিয়ে কাটকাটা বাজারে সংলগ্ন বেড়িবাঁধ এলাকা থেকে এ সকল বিষ দেওয়া মাছ আটক করে। এদরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়েছে। আটককৃত বিষ দেওয়া চিংড়ি মাছ মাটিতে পুতে নষ্ট করা হয়। কয়রা থানার ওসি তদন্ত মােঃ ইব্রাহিম আলী বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কয়রা,খুলনা প্রতিনিধি
তারিখঃ--১৮/০৫/২২ইং।