অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ
খুলনার কয়রায় ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম আরও সক্রিয় করার লক্ষ্যে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
৬ আগস্ট বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকী ও সভাটি পরিচালনা করেন হাফেজ মনিরুজ্জামান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ফাউন্ডেশন খুলনার পরিচালক মাওলানা আনিছুজ্জামান শিকদার।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিএম ইমদাদুল হক, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিশুদের মধ্যে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ গড়ে তোলা সম্ভব। শিক্ষক-শিক্ষিকাদের করণীয় সম্পর্কেও দিকনির্দেশনা দেন তারা।
সভা শেষে একটি আবেগঘন মুহূর্ত তৈরি হয়, যখন গত ১৭ মে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে ৪ লাখ ৯০ হাজার টাকার অনুদান তুলে দেওয়া হয়।
এই সভায় উপজেলার সকল মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রমে যুক্ত শিক্ষক ও শিক্ষিকারা অংশ নেন।
কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখঃ ০৬/০৮/২৫ ইং।