প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২০, ২০২৫, ৫:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩১, ২০২১, ৬:০২ পি.এম
কয়রায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মাছের পােনা অবমুক্ত।
অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা,খুলনা ঃ
কয়রা উপজেলা মৎস্য অফিসের উদ্যােগে জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষ্যে কয়রা উপজেলার ৩১ টি প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে ৪৫০ কেজি বিভিন্ন দেশীয় মাছের পােনা অবমুক্ত করা হয়।
৩১ আগস্ট বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে এ সকল মাছের পােনা বিতরনকালে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার এস এম আলাউদ্দিন আহমেদ।
সম্পাদক : নিবাস ঢালী । বার্তা সম্পাদক : আশিষ কুমাৱ সাহা । প্রধান কার্যালয় এবং বার্তা অফিস : ৬৪/১,(খ) হাজী ইসমাইল লিংক রোড ৯১০০ খুলনা। বি:দ্র: এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি । Copyright © 2022 banglarprottoy.com. All rights reserved.