অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা,খুলনা ঃ
কয়রা উপজেলার ৭টি ইউনিয়নের প্রায় শতাধিক গ্রাম্য ডাক্তারদের উপস্থিতিতে চিকিৎসার বিভিন্ন বিষয় নিয়ে এক মতবিনিময় সভা কয়রা হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
৩ অক্টােবর বেলা ১১টায় কয়রা সদরে অবস্থিত বেসরকারী প্রতিষ্ঠান কয়রা হাসপাতালের আয়াজনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। কয়রা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ কিশােরী মােহন বিশ্বাসের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক দেশের কন্ঠ পত্রিকার সম্পাদক মোঃ আলমগীর হােসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের পরিচালক অবসরপ্রাপ্ত শিক্ষক পীযূষ কান্তি মন্ডল ও কয়রা উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মােস্তফা শফিকুল ইসলাম। মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন দেশের কন্ঠ পত্রিকার সম্পাদকের পিতা জিএম শহিদুল ইসলাম, হাসপাতালের ম্যানেজার মোঃ আক্তারুজ্জামান, মার্কেটিং ম্যানেজার হারুন-অর রশিদ, ম্যানেজার অপারেশন ইয়াছিন আরাফাত। চিকিৎসার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা রাখেন গ্রাম্য ডাক্তার সুরাত হোসেন, নজরুল ইসলাম, মনােয়ার হােসেন, কামরুজ্জামান, আঃ আলিম, রবিউল ইসলাম হাওলাদার প্রমুখ।