অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ
কয়রায় রাতের আঁধারে গলায় দড়ি দিয়ে সনৎ কুমার মণ্ডল (২৬) নামে এক যুবক আত্মহত্যা করেছে।
এ ঘটনাটি ঘটেছে ১১ অক্টোবর, সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩ টার সময় উপজেলার মহারাজপুর ইউনিয়নের উত্তর মঠবাড়ী গ্রামের দোল মন্দির এর পাশে। সে ভূবন (গোঁসাই) মন্ডল এর দুই পুত্রের মধ্যে ছোট। তার ৩ বছরের একটি কন্যা সন্তান আছে।
পরিবার সূত্রে জানা যায়, পরিবারের অভাব অনটনের কারণে গভীর রাত আনুমানিক ৩ টার সময় ঘুম থেকে উঠে মাছ ধরতে যাওয়ার কথা বলে ঘর থেকে বেরিয়ে যায়। কিন্তু মঙ্গলবার সকালে তার ঘরের পাশে রাস্তার ধারে শোজনা গাছের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ দেখতে পায়। খবর পেয়ে মঠবাড়ী ক্যাম্প ইনচার্জ ঘটনাস্থলে এসে লাশটি গাছ থেকে নিচে নামান।
এলাকাবাসীর ধারনা অভাবের তাড়নায় পারিবারিক খুঁটিনাটি নিয়ে কোন্দলের কারণে গলায় দড়ি দিতে পারে। কারণ এলাকার কাহারো সাথে কোনো শত্রুতা নেই সনৎ মণ্ডলের। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মঠবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ ইব্রাহিম হোসেন বলেন, ধারণা করা হচ্ছে অভাব অনটনের কারণে আত্মহত্যা করেছে। তবে সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে প্রেরণ করা হবে।
কয়য়া থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখঃ- ১২/১০/২১ ইং।