অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা,খুলনাঃ
খুলনার কয়রা উপজেলার উত্তর ও দক্ষিণ বেদকাশী ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মী ও জন সাধারনের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন খুলনা জেলা আওয়ামীলীগের কােষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার জি এম মাহবুবুল আলম।
শনিবার দিনভর উত্তর ও দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ঘড়িলাল বাজার, নতুন বাজার, জােড়শিং বাজার, ফুলতলা বাজার, কাটকাটা বাজার, কাছারিবাড়ী বাজার এলাকায় ঈদ পরবর্তী শুভেচ্ছা ও মতবিনিময় করেন তিনি। মতবিনিময়কালে ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাষ্ট্রীয় ক্ষমতায় আছে বলে দক্ষিণ অঞ্চলের মানুষের দীর্ঘ দিনের স্বপ্ন পদ্মা সেতু বাস্তবে রূপ নিয়েছে। শুধু পদ্মা সেতু নয় তার হাত ধরে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। শেখ হাসিনার নেতৃত্বে দেশের অর্থনীতি আজ চাঙ্গা হয়েছে। তলাবিহীন ঝুঁড়ি হিসেবে বিশ্বের কাছে পরিচিত বাংলাদেশ আজ মধ্য আয়ের দেশে পরিণত হয়েছে। এসময় তিনি আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনােনয়ন প্রত্যাশী হিসেবে নেতা কর্মীদের কাছে সরকারের উন্নয়ন মুলক কর্মকাণ্ডের লিফলেট তুলে দিয়ে তা প্রচার করার আহবান জানান।
কয়রা,খুলনা প্রতিনিধি
তারিখঃ- ১৬/০৮/২২ ইং