অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ
কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের ইসলামপুর শান্তি সংঘ (ইশাস) সংগঠনের উদ্যোগে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
১০ অক্টোবর, শুক্রবার বিকাল ৩ টায় ইসলামপুর মধ্যপাড়া জামে মসজিদে সামনে এই গাছের চারা বিতরণ করা হয়। গাছের চারা বিতরণকালে সংগঠনের সভাপতি মোঃ ইসমাইল হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ আরাফাত হোসেন সহ সংগঠনের সদস্যরা বলেন, আমরা প্রতি বছর আমাদের এলাকায় গরীব অসহায় মানুষের মাঝে বিভিন্ন প্রজাতীর গাছের চারা দিয়ে সহযোগীতা করে থাকি। তারই ধারাবাহিকতায় এ বছরও গাছের চারা বিতরণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এতে করে পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে। এ ছাড়া বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানেও উক্ত সংগঠনের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসুচী গ্রহণ করা হয়েছে।
কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখঃ ১০/১০২৫ ইং।