অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ
বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট উদ্ভাবিত অমৌসুমে তরমুজ উৎপাদন কলাকৌশল শীর্ষক কুষক মাঠ দিবস কয়রায় পালন করা হয়েছে।
২৩ অক্টোবর, বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের বড়বাড়ী গ্রামে বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট সরেজমিনে গবেষণা বিভাগ দৌলতপুর খুলনা এই মাঠ দিবসের আয়োজন করে। সাবেক মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ হারুন অর রশিদের সভাপতিত্বে ও বৈজ্ঞানিক সহকারী মোঃ জাহিদ হাসানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি গবেষণা ফাউন্ডেশন ঢাকার পরিচালক ডঃ এম আক্কাছ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএআরআই এর সাবেক মহা পরিচালক ডঃ মোঃ নাজিরুল ইসলাম ও সরেজমিন কৃষি গবেষণা বিভাগ খুলনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম।
উক্ত মাঠ দিবস অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন আহমেদ, সাংবাদিক মোঃ রিয়াছাদ আলী, শেখ মনিরুজ্জামান মনু, মোঃ ফরহাদ হোসেন, স্থানীয় কৃষক মোঃ আবেদ আলী, শহিদুল ইসলাম, কাঞ্চন মন্ডল, রাজিয়া খাতুন প্রমুখ।
অনুষ্ঠানে কৃষকরা বলেন, অমৌসুমে তরমুজ চাষ করে তারা ভাল ফলন পেয়েছে। এ ছাড়া তরমুজের দাম ভাল পাওয়ায় তারা খুব খুশি।
কয়রা, খুলনা প্রতিনিধি