অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনা ঃ
কাঁকড়ার প্রজনন মৌসুমে কাঁকড়া আহরণ নিষিদ্ধ থাকা সত্ত্বেও সুন্দরবন অভ্যন্তরে কাঁকড়া ধরার অপরাধে কাঁকড়া ধরার সরঞ্জাম সহ ১টি নৌকা আটক করেছে বনবিভাগ।
বনবিভাগ সুত্রে জানা গেছে, গত শনিবার রাত ৮টার দিকে সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ খাশিটানা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন ও সঙ্গীয় স্টাফরা ছেড়া কালিরখাল এলাকায় অভিযাণ চালিয়ে প্রজনন মৌসুমে কাঁকড়া ধরার অপরাধে ১টি নৌকা সহ কাঁকড়া ধরার সরঞ্জাম জব্দ করেছে বন বিভাগ। এ সময় বন বিভাগের অভিযাণের বিষয় জানতে পেরে নৌকায় থাকা জেলেরা লাফ দিয়ে সুন্দরবন অভ্যন্তরে পালিয়ে যেতে সক্ষম হয়।
খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখ: ০৫/০২/২৩ ইং।