মেহেদী হাসান শার্শা প্রতিনিধিঃ
সারাদেশে কোভিড ১৯ এর গণটিকার দ্বিতীয় ডোজ দেওয়ার অংশ হিসাবে। আজ যশোরের শার্শার নিজামপুর ইউনিয়ন, এর গোড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ছয়শত জনকে দেওয়া হয় গণটিকার দ্বিতীয় ডোজ।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকালে গোড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, টিকা নিতে আসা নারী-পুরুষের দীর্ঘ লাইন।
প্রথম ডোজের টিকাগ্রহীতাদের মধ্যে যাদের দ্বিতীয় ডোজের জন্য ৭ সেপ্টেম্বর সময় দেওয়া হয়েছিল তাদের আজ টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে।
টিকার প্রথম ডোজ নেওয়া জাহিদা নামে একজন বলেন, আমার দ্বিতীয় ডোজ টিকার তারিখ ছিল ৭ সেপ্টেম্বর।সেহেতু আজ টিকা দিয়েছে। টিকা কার্ড নিয়ে টিকাকেন্দ্রে এসে সহজেই টিকা নিতে পেরেছি। কোনো ঝামেলা হয়নি। আজ খুব দ্রুত টিকা দিচ্ছে।
তবে দীর্ঘ লাইন থাকায় কিছু সময় অপক্ষো করতে হচ্ছে টিকা নিতে আসা মানুষের। টিকার দ্বিতীয় ডোজ নিতে আসা জাহিদা বেগম বলেন, টিকার প্রথম ডোজ নিতে সে দিনও মহিলাদের লাইনে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয়েছিল আজও মহিলাদের লাইনটি অনেক দীর্ঘ তাই আজও অনেক সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।তবে আজ প্রথম দিনের মতো ঝামেলা নেই। কার্ডে টিকার তারিখ দেওয়া আছে। তাই আজ টিকা পাবো, এবং জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে গতকাল ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মাইকিং এর মাধ্যমে গণটিকার বিষয়টি জানানো হয়েছে।
শাহানূর রহমান নামে আরেকজন বলেন, মাঠে কিছু কাজ ছিল, সেগুলো শেষ করে এসেছি। এখানে এসে কোন প্রকার লাইনে দাঁডাতে সমস্যা হয়নি। তবে সামনে দীর্ঘ লাইন, তাই টিকা পেতে মনে হচ্ছে অনেক সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হবে।
টিকা দেওয়ার কার্যক্রম চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন, ১১নং নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ নিজামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব আব্দুল ওহাব, উপজেলা মেডিকেল অফিসার হাবিবুর রহমান, নিজামপুর ইউনিয়ন এর দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার নাসিম উদ্দিন,স্বাস্থ্য পরিদর্শক আনিসুর রহমান, স্বাস্থ্য সহকারী মহাসিন আলী,বেবী নাজনী, সিএইচসিপি(CHCP) উজ্জ্বল কবীর, এফডব্লিউএ(FWA) উম্মে ছালমা, রেহেনা খাতুন প্রমুখ।