মোঃ সেলিম রেজা,কেশবপুর, যশোর।
কেশবপুর হাসপাতাল রোডে আজ সকাল সাড়ে নয়টার দিকে শাহাদাত সাহেবের ধানের চাতালের গোডাউনে আগুনের সূত্রপাত ঘটে। আগুনের ধোঁয়া যখন গোডাউন থেকে বের হচ্ছিল । তখন পাশের বাড়ি থেকে রেজা দেখতে পায় এবং চিৎকার করতে থাকে । সংঙ্গে সংঙ্গে দমকল বাহিনী কে খবর দেয়া হয়।
কেশবপুরের দমকল বাহিনী এসে কিছু সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
উক্ত আগুনে বেশ কিছু ক্ষতি সাধিত হয়েছে। আগুন ধরবার পর রেজার কাছে জানতে চাইলে তিনি বলেন , বাজি ফুটানোর মতো একটা বিকট শব্দ প্রথমে শুনতে পায় । পরে জানতে পারে শব্দটি ছিল জেনারেটর বাস্ট হওয়ার। অনেক বড় ক্ষতি হতে পারতো সময়মতো দমকল বাহিনী পৌঁছানোর জন্য সেই ক্ষতিটা থেকে রক্ষা পায়।