আজিজুর রহমান,জেলা (যশোর)প্রতিনিধি:
কেশবপুরে সাপের কামড়ে দিপু মল্লিক নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।।তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে উপজেলার ভালুকঘর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র একই উপজেলার সরাপপুর গ্রামের রামপ্রসাদ মল্লিকের ছেলে দিপু মল্লিক(১৫) রবিবার ২৭ আগস্ট রাত ১১টার দিকে সে তার বসত ঘরে ঘুমিয়ে ছিল।ঘুমন্ত অবস্থায় তাকে সাপে কামড়ালে তাৎক্ষণিক এলাকার ঝা দিয়ে ঋাড়ফুকুর করেন। তাতে কোন কাজ না হওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রবিবার সকালে পথের মধ্যে তার মৃত্যু ঘটে তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।