আজিজুর রহমান, কেশবপুর (যশোর):
কেশবপুরের ঐতিহ্যবাহী হিজলডাঙ্গা শহীদ ফ্লাইট লেঃ মাসুদ মেমোরিয়াল ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পেলেন ওই কলেজের গণিত বিভাগের সিনিয়র প্রভাষক ওবায়দুর রহমান।
গত ৪ জুন শহীদ ফ্লাইট লেঃ মাসুদ মেমোরিয়াল ডিগ্রী কলেজের গভর্ণিং বডির সভাপতি সামছুর রহমান স্বাক্ষরিত এক পত্রে তাকে ৩য় বারের মত এ দায়িত্ব দেয়া হয়। গত ৩ জুন কলেজের অধ্যক্ষ মশিয়ুর রহমানের অধ্যক্ষ পদে চাকরীর মেয়াদকাল শেষ হলে সিনিয়র প্রভাষক ওবায়দুর রহমানের ওপর ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব অর্পণ করা হয়। পত্র দেয়া হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ সরকারের বিভিন্ন দপ্তরে। সেই সাথে কলেজের বিদায়ী অধ্যক্ষকে কলেজের যাবতীয় হিসেব-নিকেশসহ সমুদয় কাগজপত্রাদি ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছে বুঝে দেয়ার নির্দেশনা দেয়া হয়।