আজিজুর রহমান, কেশবপুর(যশোর):
কেশবপুরে সূদখোরদের হামলায় এক যুবক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এলকাবাসি সূত্রে জানাগেছে, উপজেলার শেখপুরা গ্রামের সোহরাফ দফাদারের পূত্র মারুফ দফাদার (৩০) ছয়মাস পূর্ব চিংড়া গ্রামের নামো মোড়লের পূত্র আরিফ মোড়লের নিকট থেকে ৬ হাজার টাকা সূদে করে নেয়। বিগত ৬ মাসে ২৬ হাজার টাকা পরিশোধ করলেও মহাজন আরিফ মোড়ল মূল ৬ হাজার টাকার দাবী ছাড়েনি। সোমবার সন্ধ্যা ৭ টার দিকে মহাজন আরিফ মোড়ল ৬ হাজার টাকার দাবীতে মারুফ দফাদারকে তাদের বাড়িতে নিয়ে ডেকে নিয়ে বেঁধে গলার ভিতর গামছা দিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করলে সে অচেতন হয়ে পড়ে। এলাকাবাসি মারুফ দফাদারকে অচেতন অবস্থায় উদ্ধার করে কেশবপুর হাসপাতালে ভর্তি করে দেয়। এব্যাপারে থানায় মামলর প্রস্তুতি চলছিল।