লিপি খাতুন,কেশবপুর:
কেশবপুরে সাপের কামড়ে ১ শিশুর মৃত্যু হয়েছে।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে উপজেলার কেশবপুর পৌরসভার ব্রক্ষকাটি গ্রামের শহিদুল ইসলাম গাজীর মেয়ে ফাইিমা খাতুন (২ বছর ৭ মাস বয়স) ১সেপ্টেম্বর শুক্রবার রাত ৯টার দিকে সে তার বসত ঘরে ঘুমিয়ে ছিল।ঘুমন্ত অবস্থায় তাকে সাপে কামড়ালে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। তার মৃত্যুর সংবাদ পেয়ে শুক্রবার রাতে কেশবপুর থানার পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেন বলে মৃত শিশুর পিতা শহিদুল ইসলাম গাজী এ প্রতিনিধিকে জানান।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এব্যাপারে কেশবপুর থানার ভারপ্রাপ্ত ওসি মোঃ মফিজুর রহমান বলেন,থানায় অপমৃত্যু মামলা হয়েছে। নিহত মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে করা।