আজিজুর রহমান,কেশবপুর (যশোর)প্রতিনিধি:
কেশবপুরে গাছ থেকে পাকা তাল পড়ে ভরত রায় (৫) নামে এক শিশু মৃত্যু হয়েছে। মঙ্গলবার ৫ সেপ্টেম্বর সকালে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামে এ ঘটনাটি ঘটে। ভরত রায় সমাধান সমৃদ্ধি কর্মসূচির বাগডাঙ্গা গ্রামের হরিহর বৈকালিক শিক্ষা সহায়তা কেন্দ্রের শিশু শ্রেণির শিক্ষার্থী।
এলাকাবাসী জানায়, উপজেলার বাগডাঙ্গা গ্রামের জিতেন্দ্রনাথ সরকারের বাড়িতে মঙ্গলবার সকাল ৭টার দিকে তাল গাছের নিচে বসে শিশু ভরত রায়কে নিয়ে তার মা উষা রায় গরুর বিচালী কাটছিল। হঠাৎ তাল গাছ থেকে একটি পাকা তাল শিশু ভরত রায়ের বুকের উপর পড়ে। এ সময় মুখ দিয়ে রক্ত বের হয়ে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার বৈদ্যনাথ সরকার বলেন, শিশুটির বাবা দাতারাম রায় ভারতের উত্তরপ্রদেশের বাসিন্দা। মা উষা রায় নিজ এলাকায় ফিরে বাগডাঙ্গা গ্রামের জিতেন্দ্রনাথ সরকারের বাড়িতে থেকে গরুর খামারে কাজ করে। সকালে উষা রায় বাড়ির উঠানে থাকা তাল গাছের নিচে বসে ছেলে ভরতকে নিয়ে বিচালী কাটার সময় পাকা তাল পড়ে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।
সমাধান সমৃদ্ধি কর্মসূচির সুপারভাইজার (শিক্ষা) সিদ্দিকুর রহমান বলেন, ভরত রায় সমাধান সমৃদ্ধি কর্মসূচির হরিহর বৈকালিক শিক্ষা সহায়তা কেন্দ্রের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল। গাছ থেকে তাল পড়ে শিশুটির মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে গিয়েছিলাম।
এ ব্যাপারে পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দীন বলেন, এটি একটি হৃদয়বিদারক ঘটনা। নিহত ওই শিশুটিকে স্থানীয় শ্মশানে মাটি দেওয়া হয়েছে।