কেশবপুর প্রতিনিধি :
কেশবপুর উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে গত শনিবার রাতে সৈয়দ নাহিদ হাসানকে সভাপতি ও রমেশ চন্দ্র দত্তকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
তাঁদেরকে আগামী ৭ দিনের মধ্যে উপজেলা কৃষকলীগের পূর্ণাঙ্গ কমিটি করে জেলা নেতৃবৃন্দের কাছে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।শহরের কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে শনিবার বিকেলে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষক লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ আশরাফ আলী। প্রথম পর্বের অধিবেশন কেশবপুর উপজেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ নাহিদ হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্তের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।সম্মেলনে প্রধান অতিথি wn‡m‡e বক্তব্য iv‡Lb, যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার।বিশেষ অতিথি wn‡m‡e বক্তব্য iv‡Lb,কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নাজমুল ইসলাম পানু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হালিমা রহমান, বেসরকারি সংস্থা বিষয়ক সম্পাদক মিরুল ইসলাম, সহপ্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম বাদশা, যশোর জেলা কৃষকলীগের সভাপতি অ্যাডভোকেট শামছুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোশাররফ হোসেন, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, পৌর আওয়ামী লীগের সভাপতি মেয়র রফিকুল ইসলাম ,উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক বি এম শহিদুজ্জামান শহিদ।দীর্ঘ ৫ বছর পর অনুষ্ঠিত এ সম্মেলন ঘিরে পৌরসহ উপজেলার ১১টি ইউনিয়নের কৃষকলীগের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে এদিন উৎসবের আমেজ বিরাজ করছিল। কৃষকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে অতীতে যারা ভূমিকা রেখেছেন তাদেরকে ফের দায়িত্ব দেওয়ায় সংগঠন শক্তিশালী হবে বলে জানান তৃণমূল পর্যায়ের একাধিক নেতাকর্মী।