আজিজুর রহমান,কেশবপুর(যশোর):
কেশবপুর উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থবছরের উন্মুক্ত বাজেট সর্বস্তরের জনগণের উপস্থিতিতে ঘোষণা করা হয়েছে।
বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের সচিব জাকির হোসেনের সঞ্চালনায় ২৯ মে দুপুরে বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সর্বস্তরের জনগণের উপস্থিতিতে ঘোষণা করেন বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন। বাজেটে ২০২২-২৩ অর্থ বছরে আয় দেখানো হয়েছে ১ কোটি ৫৩ লাখ ৩৫ হাজার ৯ শত ৭০ টাকা ও ব্যায় দেখানো হয়েছে ১ কোটি ৫২ লাখ ৯৯ হাজার ৬শত ৭০ টাকা এবং উদ্বৃত তহবিল দেখানো হয়েছে ৩৬ হাজার ৩ শত টাকা।
বাজেট আলোচনায় অংশ নেন অধ্যক্ষ মশিয়ার রহমান, মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, প্রবীণ আওয়ামী লীগনেতা মোশারফ হোসেন গাজী, সংরক্ষিত ইউপি সদস্য তহমিনা বেগম, আছিয়া বেগম ও মমতাজ বেগম, সাধারণ ইউপি সদস্য মতিয়ার রহমান, জামাত আলী, জুলফিকার আলী, মিজানুর রহমান, দবির উদ্দীন বিশ্বাস, আলমগীর হোসেন, নিয়ামত আলী, জাহাঙ্গীর হাসান, আব্দুস সালাম প্রমুখ।