আজিজুর রহমান,কেশবপুর(যশোর):
কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থবছরের উন্মুক্ত বাজেট সর্বস্তরের জনগণের উপস্থিতিতে ৩১ মে সকালে ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ঘোষণা করা হয়েছে।
ইউপি সচিব মোখলেছুর রহমানের পরিচালনায় গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সর্বস্তরের জনগণের উপস্থিতিতে ঘোষণা করেন গৌরীঘোনা ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব। বাজেটে মোট আয় দেখানো হয়েছে ২ কোটি ৪৫ লাখ ৮৭ হাজার টাকা, ব্যায় দেখানো হয়েছে ২ কোটি ৪৪ লাখ ২২ হাজার ৪ শত টাকা এবং উদ্বৃত্ত তহবিল দেখানো হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৬ শত টাকা।
উন্মুক্ত বাজেট আলোচনায় অংশ নেন আওয়ামী লীগনেতা সিদ্দিকুর রহমান, রেজাউল মোড়ল, প্রধান শিক্ষক আহসান হাবিব, জাহাঙ্গীর আলম, প্যানেল চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান কাজল, ইউপি সদস্য এস এম আফজাল হোসেন প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংরক্ষিত ইউপি সদস্য লাভলী বেগম, লিপিকা দাস ও শরিফা বেগম, সাধারণ ইউপি সদস্য হামিদার রহমান, আসাদুজ্জামান, আমজাদ হোসেন, বিশ্বজিৎ কুমার মল্লিক, পংকোজ কুমার চত্রবর্তী, আবু জাহিদ খান প্রমুখ।