মোঃ মুক্তাদির হোসেন।
স্টাফ রিপোর্টার।
গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার, কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় এর ১৯৯৬ এর ব্যাচ এর পুর্ণমিলনি অনুষ্ঠিত হয়,আজ শুক্রবার বিকাল তিনটার সময় কালীগঞ্জ পাইলট স্কুলের মাঠে ১৯৯৬ ব্যাচ এর বন্ধু রা উপস্থিত হতে শুরু করে, সকলের কুশলাদি বিনিময়ের মাধ্যমে শুরু হয় মিলন মেলা,পরে ছবি তোলার, গ্রুপ ছবি, তুলে আসর নামাজের বিরতি, নামাজের পর হালকা নাশতা নিয়ে অতিতের স্মৃতি বিজড়িত ঘটনা আলোচনা করা হয়, আমাদের বন্ধু প্রবাসী তানভীর আহমেদ সকলের দৃষ্টি আকর্ষণ করে বলেন,এই স্হানে আমরা সকলে একত্রিত হয়েছি এটা আমাদের সৌভাগ্য, যে আমরা অনেক দিন পর একত্রিত হতে পারে আনন্দিত, আপনাদের সাথে যুক্ত হতে পেরে আমি গর্বিত মনে করছি, আমারা আমাদের কিছু কার্যক্রম, পরিচালনা করতে পারি কিনা এজন্য সবাইকে উন্মুক্ত আলোচনা করার জন্য অনুরোধ করছি, আশরাফুল ইসলাম, সুমন দাশ, খাইরুজ্জামান, বার্ষিক একটি দিন বছরের প্রথম শুক্রবারে আমরা সবাই একসাথে বসবো, আমরা বন্ধুরা আমাদের কিছু বন্ধু অসচ্ছল,এক বন্ধুর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করছি, আমারা অনেকেই আমাদের কিছু কার্যক্রম হাতে নেয়া হয়েছে, মাসিক চাঁদা,বা বার্ষিক, অনুদান, আমাদের পরিকল্পনা মধ্যে একটি এ্যম্বুলেন্স ক্রয় করে কালিগঞ্জ সরকারি হাসপাতালে দেওয়া হবে, এসময়ে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সম্পাদনা সহকারী দৈনিক যুগান্তর, খায়রুল আহমেদ, সরকারি দেবেন্দ্র কলেজ ইংরেজি প্রভাষক খাইরুজ্জামান রাসেল, রিজিওনাল ম্যানেজার জেনারেল ফার্মাসিটিক্যাল, শাহরিয়ার কবির,বন্ধন ব্লাড ডোনার ক্লাবের প্রতিষ্ঠাতা, রফিকুল ইসলাম, দৈনিক সমাচার সিনিয়র রিপোর্টার্স স্পোর্টস মোঃ মোয়াজ্জেম হোসেন, নোমান,প্রথম সূর্যোদয় পত্রিকা, দেশ নিউজ টিভির কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ মুক্তাদির হোসেন, আলমগীর মোল্লা, আলী, হোসেন হারিছুল,মাসুম রাজন দাস,সুমন, প্রমুখ, উপস্থিত সকল কে ধন্যবাদ দিয়ে আবারো সকলের মঙ্গল কামনা করে আবারও সবাইকে দিতে হবে তারপর শরীফের অনুষ্ঠান এর সমাপ্ত ঘোষণা করা হয়।