মো:মুক্তাদির হোসেন, গাজীপুর, কালীগন্জ উপজেলা প্রতিনিধি।
গতকাল সোমবার রাএে কালীগঞ্জ পৌর চৌড়া এলাকায় লক্ষী পুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মাঝে কালীগঞ্জের শান্তি কন্যা কেন্দ্রীয় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাবেক সফল প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি এর নির্দেশে,কালীগঞ্জ পৌর ০৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নুরআলম শেখ এর নিজস্ব অর্থায়নে নতুন কাপর বিতরন করেন।
এসময় সংক্ষিপ্ত আলোচনায়০ ৭ং ওয়ার্ড কাউন্সিলর
মোঃ নুরআলম শেখ বলেন আমাদের অভিভাবক কালীগঞ্জের শান্তি কন্যা সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপির নির্দেশনায় হিন্দু সম্প্রদায়ের সাথে আনন্দ ভাগাভাগি করার জন্যে উপহার হিসেবে এই নতুন বস্ত্র তুলে দিলাম।তিনি আরও বলেন ধর্ম যার যার আনন্দ সভার।তাই আমারা সবাই একসাথে মিলেমিশে থাকবো এই হউক আমাদের অঙ্গিকার
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মোঃ নাসেক কাজী,৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ নুরুল হক, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ মাহামুল হাসান ঝিনুক,কলেজ শাখা ছাত্রলীগ নেতা মোঃ হোসনে মোবারক ইমন, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শাহালম শেখ, যুবলীগ নেতামোঃ মোশাররফ মৃধা,আওয়ামী লীগ নেতা মোঃ জাফর কাজী, শ্রমিকলীগ নেতা আনোয়ার,যুবলীগ নেতা আবু কালাম প্রমুখ।