সাইদুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় লিখন হোসেন (২২) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে শড়াবাড়ীয়া গ্রাম থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। লিখন ওই গ্রামের লিয়াকত আলী খার ছেলে।
গ্রামবাসী জানায়, সকালে পথচারিরা গ্রামের রাস্তার পাশে একটি বাবলা গাছে লিখনের লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ সেখানে গিয়ে তার লাশ উদ্ধার করে। তবে কি কারনে আত্বহত্যা করেছে তার পরিবার কিছুই বলতে পারছে না তারা।
কোলা ইউনিয়ন পুলিশ ক্যাম্প ইনচার্জ নেওয়াজ মোরশেদ জানান, এক যুবকের লাশ বাবলাগাছে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। এমন খবরে সেখান গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের পর জানাযাবে এটা হত্যা না আত্বহত্যা