মোঃ সেলিম রেজা,
কেশবপুর,
যশোর।
""শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ""
এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় কেশবপুর উপজেলার ৭নং পাঁজিয়া ইউনিয়নের পাঁজিয়া বাজার, নুড়িতলা বাজার ও গড়ভাঙ্গা বাজারে মঙ্গলবার ৭ নভেম্বর-সকালে
খাদ্য অধিদপ্তর পরিচালিত খাদ্য বান্ধব কর্মসূচির অন্তর ভুক্ত কার্ড ধারীদের মাঝে ১৫ টাকা দরে ৩০ কেজি করে জনপ্রতি চাউল বিতরণের উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে ৭নং পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দীন এ চাউল বিতরণের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন,ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত ট্যাগ অফিসার উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রায়হান আহমেদ বাপী, ইউপি সদস্য সিরাজু ইসলাম, ডিলারঃ রাবেয়া ইন্টারপ্রাইজের প্রোঃ ইকবল হোসেন সহ অন্যান্য ডিলারগণ ও গ্রাম পুলিশের সদস্যবৃন্দ প্রমূখ।
একই দিনে উপজেলার বিভিন্ন বাজারে খাদ্য অধিদপ্তর পরিচালিত খাদ্য বান্ধব কর্মসূচির অন্তর ভুক্ত কার্ড ধারীদের মাঝে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে জনপ্রতি চাউল বিতরণের উদ্বোধন করা হয়েছে।