তোফায়েল আহমদ রুমেল কানাইঘাট (সিলেট) প্রতিনিধিঃ
সিলেটের কানাইঘাট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১১টি ওয়ারেন্ট ভূক্ত মামলার ৮ আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএমের দিক নির্দেশনায় গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে এ ৮ আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো-উপজেলার আগফৌদ নারাইনপুর গ্রামের মৃত মনোহর আলীর পুত্র আলী আকবর (৩১),একই গ্রামের তৈয়ব আলীর পুত্র সাহিন আহমদ (৩৫),মৃত আমির আলীর পুত্র শামীম আহমদ (৪০),ওয়াতির আলীর পুত্র নিজাম উদ্দিন(৫৫),সিরাজ উদ্দিনের পুত্র হারুন রশিদ(৪৭),ঢাকনাইল দক্ষিন এলাকার নুর উদ্দিনের পুত্র বাহার উদ্দিন @ বাহার, পর্বতপুর গ্রামের মৃত আসাদ আলীর পুত্র আব্দুল ওয়াহিদ।
পৃথকভাবে এ অভিযান পরিচালনা করেন কানাইঘাট থানার এসআই এসএম মাইনুল ইসলাম, পীযূষ চন্দ্র সিংহ,সনজিত রায়, এএসআই হুমায়ুন।ধৃত আসামীদের শুক্রবার আদালতে প্রেরন করেছে পুলিশ।