মোঃ রোকনুজ্জামান রাসেল, কাজিপুর প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজিপুরে বজ্রপাতে চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু হয়েছে। শিশুটি উপজেলার মনসুর নগর ইউনিয়নের শালগ্রামের মোঃ বেলাল হোসেনের পুত্র মোঃ আশিক রানা (১০)। সে গ্রামের স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়তো। স্থানীয় সাবেক ইউপি সদস্য দেলোয়ার হোসেন দুলাল জানান ১৪/ ৯/২১ ইং মঙ্গলবার দুপুরে ছেলেটি তার বাবার সাথে বাড়ির পাশে জমিতে ধান রোপণ করতে যায়। বিকেলে ৩.৩০ সময় হঠাৎ বজ্রপাতে শিশুটি মৃত্যুবরণ করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক ছাত্র নেতা আব্দুল আওয়াল লাবু সরকার। কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী শিশুটির মৃত্যুর ব্যাপারে গ্রাম পুলিশের মাধ্যমে অবগত হয়েছেন বলে জানিয়েছেন।