মোঃ জহরুণ ইসলাম, কাজিপুর প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজিপুরে আসন্ন পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে চার প্রার্থীকে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড করা হয়েছে। ১ ই জানুয়ারি ২০২২ সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমান অভিযান চালিয়ে এই দণ্ড দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম আরিফুল ইসলাম। অভিযানে সহযোগিতা করেন আনসার ও পুলিশ সদস্যরা।
জানা গেছে, চলমান নির্বাচনে নির্বাচনী আচরণবিধি না মেনে মিছিল ও শোডাউন করছেন প্রার্থীরা।গোপন সংবাদ পেয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় মেঘাই, বড়ইতলী, স্থলবাড়ি ও শিমুলদাইড় এলাকার ৪ জন সংরক্ষিত মহিলা ও সাধারণ ইউপি সদস্যকে ৫ হাজার করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
এ বিষয়ে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম আরিফুল ইসলাম জানান, নির্বাচন চলাকালীন মিছিল ও শোডাউন করা আইনত দণ্ডনীয়। কিন্তু এ অপরাধটিই করছিলেন তাঁরা। তাঁদেরকে অর্থদণ্ড ও সতর্ক করে দেয়া হয়েছে। প্রচারনার জন্য মাইকিং করতে পারবেন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।তিনি সকল কে নির্বাচনী আচরণী বিধি মেনে চলতে পরামর্শ দেন।