মোঃ আল মাহমুদ সরকার জুয়েল, বিশেষ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, কাজিপুর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ও আঃ লীগের ত্যাগী নেতা মরহুম আলহাজ্ব ইসমাইল হোসেন সরকারের ১১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৮ ই অক্টোবর শুক্রবার বাদ জুমা কাজিপুর সদর ইউনিয়নের মেঘাই জামে মসজিদ, পুরান বাজার বাসস্ট্যান্ড মসজিদ, নতুন বাজার মসজিদ ও থানা মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়।
মরহুম ইসমাইল হোসেন সরকারের সুযোগ্য পুত্র সাবেক ইউপি চেয়ারম্যান ও কাজিপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান বিপ্লব এর পক্ষ থেকে এ দোয়ার আয়োজন করা হয়। উল্লেখ্য, মরহুম ইসমাইল হোসেন সরকার ছোট বেলা থেকেই আওয়ামী রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি কাজিপুরে আঃলীগের রাজনীতিতে এক নিবেদিত প্রাণ, জাতীয় চার নেতার অন্যতম শহীদ এম, মনসুর আলীর বিশ্বস্ত সহচর ও প্রয়াত জননেতা মরহুম আলহাজ্ব মোহাম্মদ নাসিম এর সহযোদ্ধা ছিলেন। তিনি কাজিপুর বিআরডিপির দুই বার চেয়ারম্যান ছিলেন। কাজিপুর উপজেলা আওয়ামীলীগের দুই মেয়াদে সাবেক সফল সভাপতি ও সাধারণ সম্পাদক, ৫নং কাজিপুর সদর ইউনিয়ন পরিষদের এক টানা চারবারের নির্বাচিত সফল চেয়ারম্যান। তিনি বিএনপি ও চার দলীয় জোট সরকার আমলে বার বার নির্যাতিত হয়েছেন।ইসমাইল হোসেন শিক্ষা অনুরাগী হিসেবে মেঘাই ই ইউ আই উচ্চ বিদ্যালয়, মেঘাই এম এম বি পি দাখিল মাদ্রাসা, কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ নদী গর্ভে বিলীন হওয়ায় পুনরায় অবকাঠামো নির্মাণে অগ্রণী ভূমিকা পালন করেন।এ সমস্ত প্রতিষ্ঠানে তিনি জমিও দান করেন। মেঘাই এলাকাতে কাজিপুর থানা, সাব রেজিস্টারি অফিস স্থাপনের ক্ষেত্রে তিনি জোড়ালো ভূমিকা পালন করেন।এলাকায় ন্যায় বিচারক হিসেবে তার খুব সুনাম ছিল। সেই ত্যাগী নেতা মরহুম ইসমাইল হোসেন সরকারের ১১ তম মৃত্যুবার্ষিকীতে তার আত্মার মাগফেরাত কামনায় উপজেলা আঃলীগ সন্ধ্যায় আঃলীগের কার্যালয়ে দোয়ার অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে মরহুমের স্মৃতি চারণ করেন ও দোয়ায় অংশ নেন সিরাজগঞ্জ -১ কাজিপুর সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়, উপজেলা চেয়ারম্যান ও কাজিপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, উপজেলা আঃলীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার , মরহুমের জ্যেষ্ঠ পুত্র কামরুজ্জামান বিপ্লব, কাজিপুর সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মতিন মাস্টারসহ উপজেলা আঃলীগের সদস্যবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, মুক্তি যোদ্ধাগণ, উপজেলা যুবলীগের, ছাত্র লীগের ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীবৃন্দ দোয়ায় অংশ নেয়। উল্লেখ যে, আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল হোসেন ২০১০ ইং ৮ ই অক্টোবর মৃত্যু বরণ করেন।