অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ
খুলনার কয়রা উপজেলায় হরিণের মাংস পাচারের সময় স্থানীয়দের তৎপরতায় প্রায় ১২ কেজি মাংস উদ্ধার করা হয়েছে।
৯ সেপ্টেম্বর সোমবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের তেতুলতলা গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মটর সাইকেলযোগে কয়েকজন ব্যক্তি হরিণের মাংস বহন করছিল। এসময় স্থানীয় বাসিন্দা আবুল কালাম রাস্তায় দাঁড়িয়ে তাদের গতিরোধের চেষ্টা করেন। হঠাৎ বাধার মুখে পড়ে পাচারকারীরা ব্যাগ ভর্তি মাংস ফেলে দ্রুত মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে কয়রা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফেলে যাওয়া ব্যাগ থেকে আনুমানিক ১২ কেজি হরিণের মাংস উদ্ধার করে থানায় নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন কয়রা থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ রাজেত আলী।
স্থানীয়দের অভিযোগ, সুন্দরবনের বিভিন্ন এলাকা থেকে প্রায়ই হরিণ শিকার করে মাংস পাচারের ঘটনা ঘটে। তবে সচেতনতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারির কারণে অনেক সময় এ ধরনের অবৈধ কার্যক্রম ভেস্তে যায়।
প্রসঙ্গত, হরিণ শিকার ও এর মাংস পাচার বন্যপ্রাণী সংরক্ষণ আইনে দণ্ডনীয় অপরাধ। তাই এলাকাবাসী এসব ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে কঠোর শাস্তির দাবী জানিয়েছে।
কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখঃ ০৯/০৯/২৫ ইং।