অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনা ঃ
কয়রা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই শ’ গ্রাম গাজা ও একটি ডিসকভার মটরসাইকেল সহ ৩ জনকে আটক করেছে।
জানা গেছে, হড্ডা পুলিশ ক্যাম্পের ইনচার্জ বিকাশ চন্দ্র দাসের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গত ৬ জানুয়ারী রাত সাড়ে আটটার দিকে উপজেলার হড্ডা গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন কয়রা উপজেলার হড্ডা গ্রামের অতুল সরদারের ছেলে তাপস কুমার সরদার(৪০), বলাই বাহদূরের ছেলে ভাস্কর বাহাদূর(২৫) ও পাইকগাছা উপজেলার কুমারখালী গ্রামের মাজেদ সরদারের ছেলে আবুল বাসার(৩৫)। কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএমএস দোহা (বিপিএম) জানান, আটককৃত ব্যাক্তিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখ: ০৭/০১/২৩ ইং।