অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনা ঃ
কয়রায় ৩টি গাঁজা গাছ সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কয়রা থানা পুলিশ।
২৫ জানুয়ারী, বুধবার ভোর সাড়ে চারটায় কয়রা থানা পুলিশ উপজেলার বাগালী ইউনিয়নের অর্জুনপুর গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তিনটি গাঁজা গাছসহ আবারুল ইসলাম (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করছে। আটককৃত আবারুল ইসলাম অর্জুনপুর গ্রামের মৃত বছির মোড়লের পুত্র। সে দীর্ঘ দিন ধরে মাদক ব্যাবসা চালিয়ে আসছে বলে পুলিশ জানিয়েছে।
কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএমএস দোহা (বিপিএম) বলেন, কয়রা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে তিনটি গাঁজাগাছ সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।