সরদার বাদশা নিজস্ব প্রতিবেদক।
কবিগুরুর স্মৃতি বিজড়িত দক্ষিণডিহি আমাদের গর্ব, এর মাধ্যমে আমাদের সম্মান ও পরিচিতি সারা বিশ্বে বৃদ্ধি পেয়েছে।রবীন্দ্রনাথ ঠাকুর কোন অঞ্চল কোন গোষ্ঠীর কোন সম্প্রদায়ের নয় । তিনি গোটা বাঙালি জাতির, গোটা বিশ্বের কবি। তার লেখনীর মাধ্যমে বাঙালি জাতিকে বিশ্বের দরবারে স্থান করে দিয়েছে। এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি সম্ভাব ও পরিমানে ও বৈচিত্রে বিপুল। তার শ্বশুরবাড়ি রবীন্দ্র কমপ্লেক্সকে খুব শিগগিরই আধুনিক ও পূর্ণাঙ্গ কমপ্লেক্সে রূপ দেয়া হবে। খুলনা জেলা প্রশাসনের আয়োজনে ফুলতলার দক্ষিণডিহিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শ্বশুরবাড়ি রবীন্দ্র কমপ্লেক্সে এ ৩ দিনব্যাপী ১৬২তম রবীন্দ্র জন্মজয়ন্তী ও লোকমেলা উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল ৮ই মে সোমবার বিকেলে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানের করার সময় প্রধান অতিথি হিসাবে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি এসব কথা বলেন। খুলনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুকুল কুমার মৈত্র’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সম্মানিত অতিথি ছিলেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব সুব্রত ভৌমিক। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ। শুভেচ্ছা বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিএমএ সালাম, ওসি মোঃ আব্দুল হক, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মৃনাল হাজরা। প্রান্তজনের রবীন্দ্রনাথ ” শীর্ষক আলোচনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। অনুষ্ঠান উপস্থাপন করেন মিনা মিজানুর রহমান, অনুপম মিত্র ও ফারজানা ইয়াসমিন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।