আব্দুল করিম বিয়ানীবাজার প্রতিনিধি :
অনুষ্ঠানের আয়োজন করেছে কুশিয়ারা হোয়াটসঅ্যাপ গ্রুপ। আগামী ১১-১২-২০২১ইং বিকাল ৩ ঘটিকার সময় সকল চেয়ারম্যান পদপ্রার্থী নিয়ে সিলেট জেলা, গোলাপগঞ্জ থানা, শরীফগঞ্জ ইউনিয়ন পরিষদের মাঠে
জনতার মুখোমুখি হবেন সকল চেয়ারম্যান পদপ্রার্থী।
সঞ্চালনা করবেন ডাক্তার আব্দুর রাউফ ফাত্তার, সভাপতিত্বে করবেন মোঃ জেড রহমান জুনু প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক কুশিয়ারা হোয়াটসঅ্যাপ গ্রুপ,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সানজিদা আক্তার
পরিচালক তদন্ত মানবাধিকার আইন সহায়তা আসক ফাউন্ডেশন ও
আইন উপদেষ্টা কুশিয়ারা হোয়াটসঅ্যাপ গ্রুপ।
ইতি মধ্যে আনুষ্ঠানিক ভাবে দাওয়াত সম্পর্ন হয়েছে।উল্লেখ যে ইতি মধ্যে মোঃ জেড রহমান জুনু ভাইয়ের নেত্রিতে ফ্রি অক্সিজেন সেবা, চক্ষু শিবির, চক্ষু অপারেশন, ব্লাড ডোনেশন করে আসছে গ্রুপটি বিগত ১৩-০৫ -২০২১ তারিখ হতে
আরো যারা বিশেষ ভাবে উপস্থিত থাকবেন দেলোয়ার হোসেন সাধারণ সম্পাদক,যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমদ ডাক্তার সোহেল, কুষাদক্ষ ইয়াকুব আলী, মাষ্টার আতিকুর রহমান, কবির আহমদ, রহমত আলী সোহেল,জাবের,সুরমা, আজিজুল, কুকন, সাহবউদ্দিন, মহাফেজ আলম, আরব আলী, বিশিষ্ট মোরাব্বিয়ান যোবসমাজ আরও অনেকে।
চেয়ারম্যান পদপার্থী এ এম মুমিত হীরা, আতিকুর রহমান আতিক, জয়নাল আবেদীন জামিল, এম কবির আহমদ, এনামুল হক এনাম,
জবরুল হেসেন এর নেতৃত্বে শৃঙ্খলা কমিটিতে থাকবে, খাটকাই রাইজিং স্টার ক্রিকেট ক্লাব ও আলোকিত খাটকাই, বিশ্ব প্রবাসি উন্নয়ন পরিষদ,
অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে, সবুজ বাংলা ।