শেখ আবদুল্লাহ
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি ।
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আত্মীয়ের বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে বাসচাপায় মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্র নিহত হয়েছেন।
শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ৬নং বারখাইন ইউনিয়নের সরকারহাট এলাকার পিএবি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম আরমান হায়দার (২০)। তিনি কর্ণফুলী থানার চর পাথরঘাটা ৩ নম্বর ওয়ার্ডের লোকমান হায়দারের ছেলে। আরমান পলিটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র ছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১২টার দিকে বাঁশখালীর দিক থেকে আসা একটি মোটরসাইকেল তৈলারদ্বীপ সেতুর পুরাতন টোলবক্স এলাকায় সড়কের গতিরোধকের সঙ্গে ধাক্কা খেয়ে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের (চট্টমেট্রো জ ০৫-০২৯১) সামনে ছিটকে পড়ে পিষ্ট হয়। এতে আরমান ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অপর দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়।
নিহত আরমানের পরিবার জানায়, আরমান ও তার দুই বন্ধুসহ বাঁশখালীতে একটি বিয়ে অনুষ্ঠানে যান। সেখান থেকে ফেরার পথে আনোয়ারা উপজেলার সরকার-হাট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আরমানের মৃত্যু হয়।
আনোয়ারা থানার ওসি এসএম দিদারুল ইসলাম সিকদার জানান, রাতে সরকার-হাট এলাকায় বাসচাপায় মোটরসাইকেলের এক আরোহীর মৃত্যু হয়। অপর দুই আরোহী গুরুতর আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাদের উদ্ধার হাসপাতালে পাঠায়।