শেখ আবদুল্লাহ
আনোয়ারা(চট্টগ্রাম)প্রতিনিধি।
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় উপজেলা প্রাণিসম্পদ অফিসের সহযোগিতায় বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের উদ্যোগে "বিজ্ঞান ভিত্তিক মহিষ পালন ও খামার ব্যবস্থাপনা" শীর্ষক ৩দিন ব্যাপী খামারী প্রশিক্ষণের উদ্ধোধন হয়েছে।
মঙ্গলবার (১১ জানুয়ারি) বেলা ১২ টার দিকে উপজেলা প্রাণিসম্পদ অফিসের হলরুমে সুফলভোগী ৫০ জন মহিষ খামারীদের নিয়ে এই প্রশিক্ষণের উদ্ধোধন করেন প্রাণীসম্পদ দপ্তরের বিভাগীয় পরিচালক ডাঃ মোঃ আশরাফুল আলম খান।
অনুষ্ঠানে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা করেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ সেঁতারা বেগম,উপজেলা ভেটেরিনারি ডাঃ নইফা বেগম। এসময় কো অডিনেটর এর দায়িত্বে ছিলেন মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের বৈজ্ঞানিক কর্মকর্তা ডাঃ অভিরুপ ভূষণ পাল।