আল আমিন মিলন, আত্রাই,প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিক গনের সাথে মৎস্য অফিসার মতবিনিময় সভা করেছেন।
শনিবার সকালে উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ এর সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় আত্রাই প্রেস ক্লাবের সভাপতি রুহুল আমীন, সম্পাদক নাজমুল হোসেন সেন্টু, সহসভাপতি তপন কুমার সরকার, ছাবেদ আলী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক নাহিদ,ক্যাশিয়ার আল আমিন মিলন, আত্রাই উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এ্কেএম কামাল উদ্দিন টগর, সাংবাদিক সামসুজ্জামান সেন্টু, রহমান কাজী বক্তব্য রাখেন।
সভায় প্রকৃত মাছ চাষীদের পুকুর লিজ দেয়া , বিনা বাধায় জলাশয়ে মাছ ধরার অধিকার, মাছের শুটকি শুকানোর নিরাপদ স্থান, শুটকি সংরক্ষনাগার, শুটকি ব্যবসায়ীদের সরকারী ভাবে স্বল্প সুদে ঋন দেয়া, অবৈধ বানা, কারেন্ট, সুতি ও ভাদাই জালে অভিযান পরিচালনা বিষয়ে মত বিনিময় হয়।
উপরোক্ত বিষয়ে মৎস্য অফিসার পলাশ চন্দ্র দেবনাথ সহযোগিতা চাইলে সাংবাদিকগন সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।