সাইদুর রহমান,ঝিনাইদহ প্রতিনিধিঃ
প্রজন্মের পরে প্রজন্ম ঝিনাইদহের মানুষের জন্য সেবা-ভালোবাসা দিয়ে সুখে-দুঃখে যে পরিবারটি মিশে আছে গরীব-দুঃখির হৃদয়ের মণিকোঠায় ,সে পরিবারটি হলো জাহেদী পরিবার।
ঝিনাইদহ-২ আসনে স্বাধীনতা পরবর্তী রাজনীতিতে পূর্বসূরীদের নেতৃত্বের দুর্বলতার কারণে সময়ের প্রয়োজনে অবহেলিত উন্নয়ন বঞ্চিত ঝিনাইদহের সার্বিক উন্নয়ণকল্পে নেতৃত্বের চেয়ারে আসতে চেয়েছেন জাহেদী পরিবার,
আর সেই ডাকে সাড়া দিয়ে ঝিনাইদহের মানুষ দ্বিধাহীন চিত্তে ব্যাপক ভোটের মাধ্যমে এ পরিবারের সুযোগ্য সন্তান হিজলভাই কে বিজয়ী করে তাঁদের মেয়র হিসেবে বরণ করে নিয়েছেন- আলহামদুলিল্লাহ!
তিনি বিজয়ী হওয়ায় ঝিনাইদহে চারিদিকে প্রতিটি মানুষ বাঁধভাঙা আনন্দে বিমোহিত হয়েছেন। নির্বাচনের আগে পরে প্রতিটি দিন মানুষকে যেভাবে আপন করে বুকে জড়িয়ে নিয়েছেন মানুষ সে ভালোবাসায় অভিভূত-বিমুগ্ধ, শপথ নেওয়ার পর থেকে ঝিনাইদহে উন্নয়ণে যেভাবে কাজ করে যাচ্ছেন, ছুটে বেড়াচ্ছেন দিনরাত পাড়ায়-মহল্লায় প্রতিটি প্রান্তরে সমস্যাগুলো দেখার ও সমাধানের জন্য তা সত্যিই বিস্ময় ও আনন্দের কারণ হয়েছে জনগণের মধ্যে।
কখনো ড্রেনেজ উন্নয়ণ, কখনো সড়কবাতি, কখনো রাস্তা পরিষ্কার, কখনো মশা নিধণ, শহরের ভিতরে ঘুরে বেড়ানো গরুর নিয়ন্ত্রণ, যানজট নিরসন সহ বিভিন্ন সমস্যার সমাধান যা অল্পসময়েই ঝিনাইদহবাসীর মনকে আকৃষ্ট করছে,
জনগণের মনে আশার সঞ্চার হতে শুরু করছে ও আত্নতৃপ্ত হচ্ছেন ,যে তাঁদের যোগ্য সেবক বেছে নিতে ভুল করেনি জনগণ।
দিনদিন আশায় বাসা বাঁধতে শুরু করছেন-নতুন মেয়রের হাত ধরেই দুর্নীতিমুক্ত পৌরসভা, পরিচ্ছন্ন, উন্নত, সমৃদ্ধ নগরী গড়ে উঠবেই।
মেয়র মহোদয় ও পরিকল্পিত পরিকল্পনা নিয়ে দিন-রাত কাজ করে যাচ্ছেন, বিভিন্ন মন্ত্রণালয়ে, দাতাগোষ্ঠীর সাথে জোর আলোচনা চালিয়ে যাচ্ছেন কীভাবে দ্রুততম সময়ে বিভিন্ন প্রজেক্ট ঝিনাইদহ এনে পৌর এলাকার প্রতিটি সমস্যা সমাধান করা যায়, সেজন্য নিরলস প্রচেষ্টা অব্যাহত।