সারদার বাদশা,নিজস্ব প্রতিনিধি।
বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের খুলনার ডুমুরিয়া উপজেলার ১১নম্বর সদর ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার(১৮ডিসেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় কালিবাড়ি ও মঠ প্রাঙ্গনে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি।
উপজেলা পুজা উদযাপন পরিষদের আহ্বায়ক নির্মল কুমার বৈরাগীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা পুজা পরিষদের সদস্য সচিব গোবিন্দ ঘোষ,অতিথি হিসেবে উপস্হিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান,বিশিষ্ঠ ব্যবসায়ী প্রফুল্ল কুমার রায়,অধ্যাপক বিষ্ণু প্রসাদ মল্লিক,কবি তুষার দত্ত প্রমূখ।
সম্মেলনে আগামী দুই দিনের মধ্যে নেতৃবৃন্দ আলোচনার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দিবেন বলে জানানো হয়।