মাসুদ মির্জা ।
মাত্র আট মাসে কোরআন শরিফ মুখস্থ করে বিস্ময় সৃষ্টি করেছেন এগার বছর বয়সী হাফেজ হামজলাল।
তিনি কক্সবাজার জেলার টেকনাফ সাবরাং ইউনিয়নের কাটাবনিয়া এলাকার এমদাদুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী। একি এলাকায় হাফেজ হামজলাল’ র বাড়ি। পিতার নাম মরহুম বশর (মাঝি)।
মাদ্রাসার পরিচালক লৌঃ মনির আহমদ বলেন , এটি মহান আল্লাহ তায়ালার বিশেষ রহমত ও মহানগ্রন্থ আল কোরআনের বিশেষ মুজিজা (অলৌকিকত্ব)। সাধারণত একজন শিক্ষার্থী হাফেজ হতে ২ থেকে তিন বছর সময় লাগে।
শিক্ষক হাফেজ আব্দুর রহমান বলেন, আমার মনে হয় টেকনাফে এই অল্প সময়ের মধ্যে প্রথম হাফেজ হয়েছে হামজলাল।
মেধাবী এই হাফেজের বড়ভাই মোঃ আতাউল্লাহ তার ছোট ভাইয়ের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।
Leave a Reply