৭২ ঘণ্টার মধ্যে হামলাকারিদের গ্রেফতার করা না হলে উত্তরবঙ্গ অচল করে দেয়া হবে : খায়রুল বাশার
নাজিরুল ইসলাম: শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সরকারি আজিজুল হক কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি কে.এম খায়রুল বাশার বলেছেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে হামলাকারিদের গ্রেফতার করা না হলে সড়ক অবরোধ করে উত্তরবঙ্গ অচল করে দেয়া হবে। সন্ত্রাসীরা যত শক্তিশালীই হোক শহীদ জিয়ার আদর্শের সৈনিকেরা অন্যায়ের প্রতিবাদ করবেই। বেতগাড়ী বাইপাস এলাকায় আধিপত্য বিস্তারে সন্ত্রাসীরা যখন ত্রাস সৃষ্টি করছিল তখন শান্তি-শৃংখলা রক্ষায় অন্যায়ের প্রতিবাদ করেছে স্বেচ্ছাসেবকদলের নেতা হোসেন আলী। সে কারণেই বার বার তার উপর জঘন্য ভাবে হামলা করা হয়েছে। সন্ত্রাসীরা যে দলেরই হোক তাদেরকে আইনের হাতে সোপর্দ করা হবে। এজন্য বিএনপি নেতা-কর্মিরা দায়ি থাকবে না।
বগুড়া শহর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব হোসেন আলীর উপর হামলাকারিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বুধবার বিকেলে বগুড়ার দ্বিতীয় বাইপাস এলাকায় বগুড়া জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন এবং ১৩নং ওয়ার্ডবাসি আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন।
বাহ্লুল ইসলাম মানিকের সভাপতিত্বে এবং শহর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক জামিলুর রহমান শাওনের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সাবেক ছাত্র নেতা তাহাউদ্দিন শেখ নাইন, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মাজেদুর রহমান জুয়েল, শহর যুবদলের সদস্য সচিব আদিল শাহারিয়ার। অন্যান্যের মধ্যে অংশ নেন মাসুম আলী, নাইচ, শিহাব, শুভ, মোমিন, বাদল, মোকাররম, লুল আলম প্রমুখ।
Leave a Reply