ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা হারানো শিশুকে উদ্ধার মা বাবা কাছে ফিরিয়ে দিলো গজারিয়া থানা পুলিশ।
মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার জিডি মূলে হারানো শিশু রেনেছা আক্তার (০৮) কে অভিভাবকের কাছে ফিরিয়ে দিলেন এসআই সুজিত সরকার। গত ২২ আগস্ট সকাল অনুমান ৯.০০ ঘটিকা সময় রেনেছা আক্তার (০৮) নানার বাসা হতে খেলাধুলা করার কথা বলিয়া আর বাসায় ফিরে আসে নাই। বিভিন্ন জায়গায় খুজাখুজি করিয়া না পাইয়া ২৩ আগস্ট রাত নিখোঁজ হওয়া শিশুটির নানা গজারিয়া থানায় আসিয়া একটি সাধারণ ডায়েরি করেন। উক্ত সাধারণ ডাইরী খানা গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর মোঃ রইছ উদ্দিন সাহেব হতে প্রাপ্ত হয়ে গজারিয়া তদন্ত কেন্দ্রের এস আই সুজিত সরকার নিখোঁজ শিশুটিকে উদ্ধার কাজে লেগে পড়েন। অদ্য ২৬ /০৮/২১ তারিখ সকাল অনুমান ১১.০০ ঘটিকার সময় এসআই সুজিত সরকার জানতে পারেন যে নারায়ণগঞ্জ জেলার সদর থানার লঞ্চ টার্মিনালে এমন একটি শিশুকে দেখা গিয়েছে। পরবর্তীতে এসআই সুজিত সরকার উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া উক্ত স্থান হতে সঙ্গীয় ফোর্স এর সহায়তায় শিশু উদ্ধার করে নিয়ে আসে।
Leave a Reply