ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সীগন্জের গজারিয়ায় উপজেলা হোসেন্দী ইউনিয়নে জাতীয় শোকের মাসে বঙ্গবন্ধু ও তার পরিবারের রুহের মাগফেরাত জন্য দোয়ার আয়োজন করেন বিশিষ্ট সমাজসেবক,উপজেলা আওয়ামী লীগ নেতা, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে,চেয়ারম্যান পদ প্রার্থী হাজী মোঃআক্তার হোসেন।
আজ শুক্রবার জুম্মার নামাজের পর হোসেন্দী ইউনিয়নে১২টি মসজিদে জাতীয় শোকের মাসে বঙ্গবন্ধু ও তার পরিবারের রুহের মাগফেরাত জন্য দোয়ার আয়োজন করা হয়।এসময় আগষ্ট মাসে বঙ্গবন্ধু পরিবারের যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করেন।বঙ্গবন্ধুর পরিবারের যারা জীবিত আছেন তাদের দীর্ঘয়ায়ু কামনা করেন। এই শোকের মাসে হাজী মোঃআক্তার হোসেন বঙ্গবন্ধু ও তার পরিবারের রুহের মাগফেরাত জন্য বিভিন্ন দিনে গনভোজ,বিভিন্ন মসজিদ মাদ্রাসায় দান, মসজিদে মসজিদে দোয়ার অনুষ্ঠানের আয়োজন করেন।
এছারাও দোয়া মাহফিলে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন,মুন্সীগঞ্জ পৌর মেয়র আলহাজ্ব মোহাম্মদ ফরসাল বিপ্লব এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সাঃসম্পাদক উপজেলা আওয়ামী যুবলীগ নেতা হাজী শাহপরান,হোসেন্দী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর সাঃসম্পাদক হাজী মাহাবুব হোসেন,হোসেন্দী ইউনিয়ন বঙ্গবন্ধু সৈনিক লীগ এর সাঃসম্পাদক সৈকত হোসেন বাবু।
দোয়া পরিচালনা করেন লঘুরচর বাইতুল জান্নাত জামে মসজিদ এর ঈমাম মাওনালা নেছার উদ্দীন।
Leave a Reply