মোঃ রমজান হোসেন ষ্টাফ রিপোর্টার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক ভূমি ভবন, ইউনিয়ন ভূমি অফিস ভবন, অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধ কার্যক্রম এবং ভূমি তথ্য ব্যাংক উদ্বোধন উপলক্ষে ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলা প্রশাসন। (০৮ সেপ্টেম্বর ২০২১)ইং রোজ-বুধবার সকাল ১০ ঘটিকায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন
থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে অন্যান্য জেলার ন্যায় জনবান্ধব ভূমি ব্যাবস্থাপনার আলোকে দুটি
প্রকল্পে (এলজিইডি ও পিডাব্লিউডি) অএ উপজেলার ভূমি ভবন ও ২টি ইউনিয়ন ভূমি ভবন উদ্বোধন করেন। এসময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কবিরুল ইসলাম বেগ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুর রশিদ, পৌরসভার মেয়র খায়রুল আলম ভূঞা, উপজেলা প্রকৌশলী মোঃ মাহফুজুর রহমান, হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুজ্জামান খান।
Leave a Reply