মোঃ রমজান হোসেন হালুয়াঘাট (ময়মনসিংহ) থেকেঃ
বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি, এই প্রতিপাদ্য
বিষয়কে সামনে রেখে জাতীয় মৎস সপ্তাহ ২০২১ উপলক্ষে ময়মনসিংহের হালুয়াঘাট থানার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। (২৮ আগষ্ট ২০২১) শনিবার দুপুরে উপজেলা কনফারেন্স রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস দপ্তরের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে, উক্ত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন হালুয়াঘাট প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ শাহ্ আলম, সহ-সভাপতি সাইফ জামান, সাধারণ সম্পাদক জোটন চন্দ্র ঘোষ, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলামসহ অন্যান্য সাংবাদিক ও মৎস দপ্তরের কর্মকর্তাবৃন্দ।অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, উপজেলা মৎস অফিসার মোহাম্মদ ফরিদুল ইসলাম। এ অনুষ্ঠানটির
মতবিনিময় সভায় মৎস অফিসার বলেন, জাতীয় মৎস সপ্তাহ ২০২১ উদযাপন উপলক্ষে
মাইকিং,ব্যানার,পোষ্টারের, ফেস্টুন সহ ব্যাপক প্রচারণা চালানো হবে। মাছের পোনা অবমুক্তকরণ, মৎস চাষীদের সাথে মতবিনিময় সভা, ও মাছ চাষ বিষয়ক পরামর্শ প্রদান ও মৎস চাষ অনুশীলন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হবে।
Leave a Reply