মোঃ সোহাগ আরেফিন (গুরুদাসপুর) নাটোর প্রতিনিধি :
নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নে অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত নৌকা প্রতীক পেয়েছেন বর্তমান ইউপি চেয়ারম্যান ও আওয়ামলীগ নেতা আব্দুল মতিন মাষ্টার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধারাবারিষা ইউনিয়নে আব্দুল মতিন মাষ্টারকে তৃতীয়বারের মত দলীয় মনোনয়ন দিয়েছেন। আব্দুল মতিন মাষ্টারের পিতা মরহুম চাঁদ মোহাম্মদ এবং বড় ভাই আব্দুল মজিদও এই ইউনিয়নের চেয়ারম্যান হয়ে অসহায় মানুষের সেবা করে গেছেন। আব্দুল মতিন মাষ্টার চেয়ারম্যান পরিবারের সন্তান। দুইবারের সফল চেয়ারম্যান তিনি। ধারাবারিষা ইউনিয়নে অভূতপূর্ব উন্নয়ন করেছেন। নৌকা প্রতিক পাওয়ার দলীয় নেতাকর্মী ও সমর্থকরা শনিবার সকালে শত শত মোটরসাইকেল নিয়ে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা এলাকায় তাকে আনতে যান। মোটরসাইকেল শোডাউনটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। এর আগে তিনি মরহুম পিতা মাতার কবর জিয়ারত করে গুরুদাসপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। মোটরসাইকেল শোডাউন শেষে শিধুলী স্কুল মাঠে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় আব্দুল মতিন মাষ্টার বক্তব্যে রাখেন। তিনি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি এবং দলীয় মনোনয়ন বোর্ডের সকল সদস্যদের প্রতি। আরো কৃতজ্ঞতা প্রকাশ করেন নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুুুুদ্দুস এবং চলনবিলের অগ্নিকন্যা যুবমহিলালীগের সহ সভাপতি এডভোকেট কোহেলী কুদ্দুস মুক্তির প্রতি। এসময় আব্দুল মতিন মাষ্টার আবেক আপ্লুত হয়ে ধারাবারিষা ইউনিয়নবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দেওয়ার অনুুরোধ জানান। তিনি আরও বলেন, আমি উন্নয়ন ও শান্তির বার্তা নিয়ে এসেছি। সেই শান্তির বার্তা ইউনিয়নবাসীর মাঝে বিলিয়ে দিতে চাই। পাশাপাশি ধারাবারিষা ইউনিয়নবাসীর সেবায় আমৃত্যু তাদের পাশে থাকবো। মোটরসাইকেল শোডাউনের নেতৃত্বদেন কল্লোল ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মোঃ মিল্টন উদ্দিন।
Leave a Reply