বাগেরহাট মোড়লগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ গালিব খান।
আসছে আগামী 20/ 9/ 2021 রোজ সোমবার মোড়েলগঞ্জ উপজেলা স্থগিত নির্বাচন অনুষ্ঠিত হবে ।করোনার মহামারীর কারণে স্থগিত নির্বাচন পুনরায় অনুষ্ঠিত হবে এ সময় ব্যস্ত সময় পার করছেন নেতাকর্মীরা। প্রচার-প্রচারণায় ও মানুষের দ্বারে দ্বারে ভোটের জন্য ঘুরছে ।
এসময় বসে নেই
আওয়ামী লীগ নমিনেশনের নৌকা প্রতীক প্রার্থীরা পথসভা ও মিছিলে মুখরিত করে রাখছে এলাকা ।একই সাথে কাজ করছে বিদ্রোহী প্রার্থীরা পথসভা মিটিং মিছিলে মুখরিত করছে পুরো এলাকা মানুষের দ্বারে দ্বারে ঘুরছে নেতাকর্মীরা। অবাধ সুষ্ঠু নির্বাচন এর দাবি জানিয়েছেন আওয়ামী লীগ সমর্থক প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীরা। সকলের দাবি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের।
একই সাথে কাজ করছেন মেম্বার প্রার্থীরা ও মহিলা মেম্বার প্রার্থীরা।
অলিতে গলিতে চায়ের দোকানপাটে বইছে নির্বাচনী হাওয়া ।সাধারণ মানুষ সহ সকলের মুখে নির্বাচনীয় আলোচনা করছেন।
Leave a Reply